Breaking

Wednesday, July 10, 2019

যৌন নিপীড়ন রুখতে ষষ্ঠ ইন্দ্রিয়-এর প্রথম কর্মশালা

যৌন নিপীড়ন রুখতে ষষ্ঠ ইন্দ্রিয়-এর প্রথম কর্মশালা
গত বৃহষ্পতিবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের উদোগে যাত্রা শুরু করা সমাজসেবী সংগঠন “ষষ্ঠ ইন্দ্রিয়” তাদের প্রথম কর্মশালা সম্পন্ন করেছে ।
ইচ্ছে স্কুল, রাজশাহীর শিশুদেরকে নিয়ে রবিবারে কর্মশালাটি পরিচালনা করা হয়। কর্মশালায় যৌন নিপীড়ণ বিষয়ক সচেতনতা প্রদান এবং এ বিষয়ে জরিপ পরিচালনা করা হয় বলে জানান সংগঠনটির সভাপতি নওরীন পল্লবী।

যথারীতি পরিচয় পর্ব শেষে, শিশুদের সাথে ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের পার্থক্য বুঝানো, শরীরের ব্যক্তিগত অঙ্গগুলোর সাথে পরিচিত করানো, কে বা কারা ব্যক্তিগত অঙ্গগুলো দেখতে/ স্পর্শ (প্রয়োজনে) করতে পারবে তা বুঝিয়ে দেয়া হয়।
কেউ খারাপভাবে শিশুদেরকে আদর করলে কি কি উপায়ে তারা নিজেকে রক্ষা করবে তার স্পষ্ট ধারণা দেয়া হয় কর্মশালাটিতে।

উল্লেখ্য, ‘নীরবতা ভেঙে আওয়াজ তুলি, সুরক্ষিত শৈশব নিশ্চিত করি’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ষষ্ঠ ইন্দ্রিয়’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি যাত্রা শুরু করে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ সংগঠনটি কার্যক্রম শুরু করে। শিশুদের যৌন নিপড়ীন রুখে নিরাপদ শৈশব নিশ্চিত সংগঠনটির মূল লক্ষ্য।