Breaking

Wednesday, July 10, 2019

রাবি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ষষ্ঠ ইন্দ্রিয়’ উদ্যোগে শিশুদের যৌন সচেতনতা বিষয়ক কর্মশালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘ষষ্ঠ ইন্দ্রিয়’ উদ্যোগে শিশুদের যৌন সচেতনতা বিষয়ক কর্মশালা 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘ষষ্ঠ ইন্দ্রিয়’ ও ‘নবজাগরণ ফাউন্ডেশনের’ যৌথ উদ্যোগে শিশুদের যৌন সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া এলাকায় তারা এ কর্মসূচি পালন করে।
সংগঠনের সভাপতি নওরীন পল্লবী বলেন, ‘শিশু যৌন সচেতনতা তৈরি ও নিপীড়তদের আইনি সহায়তার দেয়ার জন্য আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। যৌন নিপীড়িত শিশুদের আমরা বিভিন্ন সময়ে কাউন্সেলিং করে থাকি। শিশুদের ঋতুকালীন সময়ে স্বাস্থ্য সচেতনতা তৈরিতে কাজ করছি। এই কর্মশালার মাধ্যমে শিশুদের সচেতনতা বাড়বে।
এসময় নবজাগরণ ফাউ-েশনের সভাপতি এনামুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক শরীফুল, যুগ্ম দপ্তর সম্পাদক আলী আশরাফ, যুগ্ম শিক্ষা সম্পাদক রাশেদুল ইসলামসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রায় ৬০জন শিশুকে যৌন সচেনতা বিষয়ক পরামর্শ দেয়া হয়।
প্রসঙ্গত, ‘নিরবতা ভেঙ্গে আওয়াজ তুলি, সুরক্ষিত শৈশব নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যে সেচ্ছাসেবী সংগঠনটি যাত্রা শুরু করে। শুধু রাজশাহী জেলায় তাদের কার্যক্রম পরিচালনা করছে।