Raise Your Voice: Justice For Tania
প্রতিবাদী মানববন্ধন:
"নার্স, আক্তার তানিয়া হত্যা ও ধর্ষণের বিচার এবং ক্রমবর্ধমান নারী-শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদে"-- আগামী ৯ই মে ২০১৯, সকাল ১১টা থেকে ১২ টা "রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইনগেটে" মানববন্ধন ও আলোচনা সভার উদ্যোগ নিয়েছে রাবি'র স্বেচ্ছাসেবী সংগঠন, ষষ্ঠ ইন্দ্রিয়।
সকাল সাড়ে ১০টায় মেইনগেটের সামনে থাকবো আমরা। সবাইকে যোগ দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
Details:
নার্স তানিয়া খুন ও ধর্ষণের প্রতিবাদে ষষ্ঠ ইন্দ্রিয়ের মানবন্ধনের সম্ভাব্য প্লাকার্ড:
১. প্রত্যেক জেলায় কমপক্ষে ১টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার প্রতিষ্ঠা করুন।
২. সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিত করুন।
৩. ধর্ষকের মৃত্যুদন্ডের বিধান করুন।
৪. বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করুন।
৫. অপরাধীকে শেল্টার দেওয়া বন্ধ করুন।
৬. ধর্ষণের শিকার হলে পুলিশি রেফারেন্স ছাড়াই মেডিকেল পরীক্ষা ও স্বাস্থ্যসেবা পাওয়ার বিধান কার্যকর করুন।
৭.ধর্ষণের শিকার নারীদের মেডিকেল পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের সময় নারী কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করুন।
৮. ধর্ষণ ও অন্যান্য সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করুন।
৯. নির্ভুল রিপোর্টের জন্য উন্নত ফরেন্সিক ল্যাব প্রতিষ্ঠা ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিন।