Breaking

Saturday, February 15, 2020

ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
Date : 14 February 2020


সচেতনতামুলক সেচ্ছাসেবী সংগঠন ষষ্ঠ ইন্দ্রিয় প্রায় ২০ জন সদস্য নিয়ে প্রথম প্রকাশ হয়েছিল গত বছরের ১৪ ই ফেব্রুয়ারি। সংগঠনটি কাজ করে যাচ্ছে চাইল্ড এবিউজ  নিয়ে। এ পর্যন্ত রাজশাহীর ২২ টি স্কুলে বাচ্চাদেরকে সচেতন করে এবং কয়েকটি স্কুলে স্যানিটারি প্যাড কর্নার উদ্ভধন করে।
সংগঠনটি এরই মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইটা শাখা চালু করেন।
এছারাও ২০১৯ সালের UN Volunteers থেকে Best Volunteers Group Award অর্জন করেন। গত ৯-১৩ ফেব্রুয়ারি সংগঠনটি দ্বিতীয় ধাপে মেম্বার রিক্রুটমেন্ট করে।

১৪ ই ফেব্রুয়ারি সংগঠনটির প্রথম প্রতিষ্টাবার্ষীকি উপলক্ষে নতুন ও পুরাতন প্রায় ৩০ জন মেম্বার নিয়ে রাবি কেন্দ্রিয় শহীদ মিনারে কেক কেটে দিনটি উদযাপন করেন।
Photo Gallary :